দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মুরাইদ চাকপাড়া গ্রামে মঙ্গলবার(২০ সেপ্টেম্বর) সকালে বালতির পানিতে ডুবে দুই বছরের শিশু মো. ফারদিনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ফারদিন ওই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে। নিহতের চাচাত ভাই মো. সিহাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
সিহাব উদ্দিন জানান, বাড়ির গৃহস্থালির কাজে ব্যবহারের জন্য ঘরের কাছে ইলেক্ট্রিক মটর স্থাপন করা হয়েছে। ওই মটরের পানিতে বাড়ির সবাই গোসল ও অন্যান্য দৈনন্দিন কাজ করেন।
মঙ্গলবার সকাল ১১টার দিকে ফারদিনকে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে মটরের পানি রাখার বালতিতে ফারদিনকে পড়ে থাকতে দেখেন তার মা। তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন এসে ফারদিনের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।