দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের বাসাইলে চেক জালিয়াতির পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার(১১ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছেন, বাসাইল পৌর এলাকার উত্তরপাড়ার মৃত মো. আব্দুল্লাহ মিয়ার ছেলে আমিনুর রহমান (৪৪) ও বাসাইল পশ্চিমপাড়ার আজমত আলী খানের ছেলে বোরহান উদ্দিন জনি (৩৫)।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, চেক জালিয়াতির ৬টি মামলার মধ্যে আমিনুর রহমান ৪টিতে সাজাপ্রাপ্ত ও ২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত এবং জনি পৃথক চেক জালিয়াতির মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমিনুরকে টাঙ্গাইলের গোডাউন বাজার এবং জনিকে বাজিতপুর এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।