দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশি কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর পক্ষে দলের ভারপ্রাপ্ত চেয়ারমান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও শোডাউন করেছে মহিলা দলের নেত্রীরা। সোমবার (২৭ অক্টোবর) বিকালে জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিমের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে সমবেত হয়।
পরে সেখান থেকে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষে টাঙ্গাইল শহরে ওই লিফলেট বিতরণ ও শোডাউন করা হয়।
লিফলেট বিতরণের পাশাপাশি মহিলা দলের নেত্রীরা শহরের বিভিন্ন সড়কে শোডাউন দেন। পরে তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এসে সমাবেত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মহিলা দলনেত্রী রহিমা বেগম, নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি শাহানাজ পারভীন, নাসরিন আজাদ, সোনিয়া হামজা, কবিতা বেগম, আবিদা অপু, এলি আক্তার, হাওয়া বেগম, খাদিজা আক্তার ইমু, আশা আক্তার, কোহিনুর বেগম প্রমুখ।
রাষ্ট্র মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ ও শোডাউনকালে জেলা, উপজেলা ও প্রত্যন্ত এলাকার মহিলা দল নেতীরা অংশ নেয়।
