দৃষ্টি রিপোর্ট:

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বড় ভাই আবদুল লতিফ সিদ্দিকীর জামিনের পর ছোট ভাই বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো যে সাধারণ মানুষের আস্থা আছে, তার প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি। বৃহস্পতিবার (৬ নভেম্বর) জামিন আদেশের পর হাইকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি।
বিচারপতি এএসএম আবদুল মোবিন ও বিচারপতি মো. সগীর হোসনের হাইকোর্ট বেঞ্চ এদিন লতিফ সিদ্দিকী ও সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে ছয় মাসের জামিন দেন।
আদালতে পৃথক আবেদনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী জেডআই খান পান্না, সারা হোসেন, রমজান আলী শিকদার, ফজলুর রহমান এবং এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি ও সহকারী অ্যাটর্নি জেনারেল এবিএম ইব্রাহিম খলিল।
বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেন, আমার ৮৬ বছরের বড় ভাই। বয়স দেখানো হয়েছে ৭৫ বছর। আমরই কিন্তু ৮০ বছর বয়স। মুক্তিযুদ্ধ করেছিলাম জয় বাংলা বলে বঙ্গবন্ধুর নেতৃত্বে। বঙ্গবন্ধু আমার ধ্যান-জ্ঞান, আমার চিন্তা-চেতনা। যতদিন বেঁচে থাকবো মুক্তিযুদ্ধ নিয়ে বেঁচে থাকবো। স্বাধীনতা নিয়ে বেঁচে থাকবো। বঙ্গবন্ধুকে নিয়ে বেঁচে থাকবো।
তিনি আরও বলেন, বিচার বিভাগের প্রতি এখনো আমাদের আস্থা আছে। আজকে লতিফ ভাইয়ের জামিনে বিচার বিভাগের প্রতি এখনো সাধারণ মানুষের যে আস্থা আছে, তার প্রমাণ বহন করে বলে বিশ্বাস করি। এ মামলায় যাদের অন্যায়ভাবে এখনো জেলে রাখা হয়েছে, আমি অনুরোধ করবো সরকারের শুভবুদ্ধির উদয় হোক। তাদের ছেড়ে দেওয়া হোক, মুক্তি দেওয়া হোক।
হাইকোর্ট মঞ্জুারুল আলম পান্নাকে অন্তর্বতীকালীন জামিন দিয়েছেন জানিয়ে আইনজীবী রমজান আলী শিকদার বলেন, ফলে তাঁর কারামুক্তিতে আপাতত বাধা নেই।
লতিফ সিদ্দিকীর আইনজীবী এম আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া বলেন, হাইকোর্ট রুল দিয়ে তাঁর মক্কেলকে (লতিফ সিদ্দিকী) অন্তর্র্বতীকালীন জামিন দিয়েছেন। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ কোনো উদ্যোগ না নিলে তাঁর কারামুক্তিতে আইনগত কোনো বাধা নেই।
এর আগে আটকের ১২ ঘণ্টার বেশি সময় পর গত ২৮ আগস্ট দিবাগত রাত পৌনে একটার দিকে আবদুল লতিফ সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না সহ ১৬ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। রাজধানীর শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
