দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা বাস কোচ মিনিবাস মালিক শ্রমিক সমন্বয় কমিটির উদ্যোগে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি ও সাবেক নৌমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপিকে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার(৬ ফেব্রুয়ারি) বিকালে জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতি কার্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি মো. ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির।
জেলা বাস কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি ইকবাল হোসেন, জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি খন্দকার আহসানুল হক টিটু, সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন সরকার প্রমুখ।