দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জবরদখলকৃত জায়গা উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার(১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উপমা ফারিসা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামানের যৌথ নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, ভূমি অফিসের কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রোকনুজ্জামান জানান, দীর্ঘদিন যাবত টাঙ্গাইল স্টেডিয়াম সংলগ্ন ওই স্কুলের জায়গা পাশের বসতি মতিয়ার রহমানের দখলে ছিল। বুধবার(১১ সেপ্টেম্বর) উচ্ছেদের বিষয়ে নোটিশের মাধ্যমে তাকে অবগত করা হয়েছে। বৃহস্পতিবার এসে অবৈধ দখল উচ্ছেদ করে টাঙ্গাইল বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় কর্তৃপক্ষকে উদ্ধারকৃত জায়গা বুঝিয়ে দেয়া হয়েছে।
