আজ- শুক্রবার | ৯ জানুয়ারি, ২০২৬
২৫ পৌষ, ১৪৩২ | রাত ১০:৪৭
৯ জানুয়ারি, ২০২৬
২৫ পৌষ, ১৪৩২
৯ জানুয়ারি, ২০২৬, ২৫ পৌষ, ১৪৩২

ভাসানীর হককথা পত্রিকার সম্পাদক সৈয়দ ইরফানুল বারী আর নেই

দৃষ্টি নিউজ:

মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর দীর্ঘদিনের ঘনিষ্ঠ সহচর, ভাসানীর তত্ত্বাবধানে প্রকাশিত অধুনালুপ্ত সাপ্তাহিক হক কথা পত্রিকার সম্পাদক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী স্টাডিজ -এর শিক্ষক সৈয়দ ইরফানুল বারী আর নেই। শুক্রবার(৯ জানুয়ারি) দুপুরে বার্ধক্যজনিত কারণে তিনি টাঙ্গাইলের সন্তোষের বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

 

 

 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

 

লেখক, গবেষক, রাজনৈতিক বিশ্লেষক, সন্তোষ ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য সচিব সদ্য প্রয়াত সৈয়দ ইরফানুল বারীর নামাজে জানাজা শুক্রবার রাত ৮টায় মওলানা ভাসানীর মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এদিনই জানাজা নামাজের পর তাঁকে মওলানা ভাসানীর কবরের পাশে সমাহিত করা হবে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে।

 

 

 

 

 

 

 

তাঁর মৃত্যুতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

 

 

 

 

 

 

 

এছাড়া টাঙ্গাইল-৫(সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু, স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, টাঙ্গাইল প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুল, সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল সহ টাঙ্গাইলের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সৈয়দ ইরফানুল বারীর মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়েছে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়