দৃষ্টি নিউজ:

‘হিউম্যানরাইটস, আওয়ার এভ্রিডে এসেনসিয়ালস’ প্রতিপাদ্যে আর্ন্তজাতিক মানবাধিকার দিবস উপলক্ষে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিপিএস বিভাগের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১৩ ডিসেম্বর) ৩য় একাডেমিক ভবনের সেমিনার কক্ষে ‘দ্যা স্টেট অব হিউম্যান রাইটস অ্যান্ড সোশাল জাস্টিজ ইন কনটেমপোরারি বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ।
ক্রিমিনোলোজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, সিপিএস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, লাইফসায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, অধ্যাপক ড. মোছা. নুরজাহান খাতুন। মুখ্য আলোচক ছিলেন, মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সেলের প্রধান নির্বাহী মাজহারুল হক।
আলোচক ছিলেন, শ্রম সংস্কার কমিশনের সদস্য রাজেকুজ্জামান রতন, বাংলাদেশ মহিলা পরিষদের লিগ্যাল অ্যাডভোকেসি অ্যান্ড লবির পরিচালক অ্যাডভোকেট দীপ্তি রানী সিকদার, বুরো হেল্থ কেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের পরিচালক রাহেলা জাকির। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহযোগী অধ্যাপক মুনমুন বিনতে আজিজ।
সেমিনারে বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।
