ইশতিয়াক সভাপতি মেহেদী সম্পাদক
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক খোলাকাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইশতিয়াক আহমেদ সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদী হাসান খানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) সমিতির সাধারণ সভায় ৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
নতুন কার্যনির্বাহী কমিটির অন্যরা হচ্ছেন- ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি সুজন চন্দ্র দাস(সহ-সভাপতি), ডেইলি অবজারভার প্রতিনিধি ইসরাত জাহান(সহ-সম্পাদক), দৈনিক আমাদের টাঙ্গাইল প্রতিনিধি আলিফ মিয়া(কোষাধ্যক্ষ)।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন- দৈনিক মজলুমের কণ্ঠের প্রতিনিধি আল-সাদিদ খান শুভ ও দৈনিক লোককথার প্রতিনিধি হাসিব ইবনে মামুন প্রিন্স।
