দৃষ্টি নিউজ:
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টর হিসেবে ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম নিয়োগ পেয়েছেন। বুধবার (২৪ জানুয়ারি) আগামি এক বছরের জন্য তাকে এ পদে নিয়োগ প্রদান করা হয়। জাহাঙ্গীর একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, জাহাঙ্গীর আলম ২০০৪ সালে বৈরাতী হাই স্কুল থেকে এসএসসি, ২০০৬ সালে ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগ থেকে বিএসসি (অনার্স) ও এমএস ডিগ্রি অর্জন করেন। তিনি ২০১৫ সালের ২৫ জুলাই ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগে প্রভাষক পদে যোগদান করেন।
আরও জানা যায়, জাহাঙ্গীর নিজ বিভাগে প্রথম স্থান অধিকার করা সহ লাইফ সায়েন্স অনুষদে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় প্রধানমন্ত্রী স্বর্ণপদক এবং ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন।