আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ২:০৯
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিছিল-সমাবেশ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহাম্মদ(সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে মিছিল, মানববন্ধন ও সভা করেছে।

শনিবার (১১ জুন) শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল একাডেমিক কাম রিসার্চ ভবন থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়। প্রতিবাদ মিছিল, মানববন্ধন ও সভায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ গ্রহন করেন।


সভায় বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকিউলার বায়োলজি (বিএমবি) শেষ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র আতিকুর রহমান, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) শেষ বর্ষের শেষ সেমিস্টারের ছাত্র হাফিজুল ইসলাম প্রমুখ।


বক্তারা সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল মহানবী হযরত মুহাম্মদ(সা.) ও উম্মাহাতুল মুমিনীন হযরত আয়েশা সিদ্দীকা(রাজি.) কে নিয়ে চরম অশ্লীল ও অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অবমাননাকর এ বক্তব্যের অভিযোগে বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়