দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজীব তালুকদারের আজীবন বহিস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। বুধবার(২০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রসাশনিক ভবনের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্যে ইনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী মো. শাহিন মিয়া বলেন, ছাত্রলীগের নাম ভাঙিয়ে অপকর্মকারী সভাপতি সজীব তালুকদারের বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ছাত্রলীগ থেকে আজীবন বহিস্কার চাই। বঙ্গবন্ধুর আদর্শে গড়া ছাত্রলীগকে কলুষিতকারী সজীব তালুকদেরকে আজীবন বহিস্কার করে ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ এবং নতুন নেতৃত্বের বিকাশ ঘটিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র রাজনীতির সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে জোড় দাবি জানানো হয়।