আজ- বৃহস্পতিবার | ১৬ অক্টোবর, ২০২৫
৩১ আশ্বিন, ১৪৩২ | বিকাল ৫:৪৫
১৬ অক্টোবর, ২০২৫
৩১ আশ্বিন, ১৪৩২
১৬ অক্টোবর, ২০২৫, ৩১ আশ্বিন, ১৪৩২

ভূঞাপুরে কৃষি প্রনোদণা পেলেন চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষী

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার চার হাজার ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর প্রনোদণা পূর্নবাসন কার্যক্রমের আওতায় বিভিন্ন ধরনের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার(১৪ নভেম্বর) বিতরণকৃত কৃষি সামগ্রীর মধ্যে রয়েছে সরিষা, ভুট্টা, মাশ কালাই, বিটি বেগুন, তিল, চিনা বাদাম, বোরা ধান ও খেসারী। এছাড়াও বীজের সাথে ডিএপি ও এমওপি সার দেয়া হয়।
ভূঞাপুর উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানাগেছে, ভূঞাপুর উপজেলায় এ বছর চার হাজার ২২জন ক্ষুদ্র ও প্রান্তিক চাষীর মাঝে বিনামূল্যে প্রনোদণা পূর্ণবাসন কার্যক্রমের আওতায় ওই বীজ ও সার বিতরণ করা হয়। বিঘাপ্রতি প্রতি কৃষক সরিষা বীজ এক কেজি ও ডিএপি-এমওপি সার এক কেজি করে দেয়া হয়েছে। ভুট্টা প্রতি কৃষক পেয়েছে দুই কেজি বীজ ও ডিএপি দুই কেজি-এমওপি ১০কেজি সার। এছাড়াও তিল, বিটি বেগুন, মাষকালাই, চিনা বাদাম ও বোরো ধান ও খেসারী কালাইয়ের বীজ দেয়া হয়েছে।
ভূঞাপুর কৃষি অফিসের কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানান, সুবিধাভোগীরা সবাই ক্ষুদ্র ও প্রান্তিক চাষী। প্রতিনিয়ত চাষীদের খোঁজখবর নেয়া হবে যাতে কৃষক চাষাবাদে সফলতা অর্জন করতে পারে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়