দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে খাদিজা ওরফে ফুলতুলি নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার(২২ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামে স্বামী ফারুক হোসেনের বাড়ি থেকে খাদিজার ঝুলন্ত লাশ পাওয়া যায়।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) ময়নাতদন্তের জন্য গৃহবধূর লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। গৃহবধূর বাবার দাবি, এ ঘটনায় গৃহবধূর শশ্বর বাড়ির লোকজন আত্মগোপন করেছে বলে জানাগেছে।
খাদিজার বাবা হুরমুজ আলী দাবি করেন, তার মেয়ে খাদিজাকে যৌতুকের জন্য হত্যা করে ফাঁসিতে ঝুঁলিয়ে রাখে তার শশুর বাড়ির লোকজন। বিয়ের সময় খাদিজার স্বামীকে দুই কিস্তিতে দেড় লাখ টাকা ও এক ভরি স্বর্ণের অলঙ্কার যৌতুক হিসেবে দেয়া হয়। এখন আবার নতুন করে যৌতুকের দাবি করে মাঝে মাঝেই নির্যাতন করে আসছিল। যৌতুক না পেয়ে গত ২২ জানুয়ারি তাকে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে রাখে।
ভূঞাপুর থানার উপ পরিদর্শক (এসআই) আনিছুর রহমান জানান, আত্মহত্যা প্ররোচণার অভিযোগে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।