দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি বাড়ির বহুতল ভবনে টাইলসের কাজ করার সময় নিচে পরে মজনু শেখ নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার(২৩ জানুয়ারি) দুপুরে পৌরসভার হিসাব রক্ষক আতিকুল ইসলামের ভূঞাপুর পূর্বপাড়াস্থ বাসার তিনতলা ভবনের দেয়ালে টাইলস্ লাগাতে গিয়ে মাটিতে পরে তার মৃত্যু হয়। নিহত টাইলস মিস্ত্রি মজনু শেখ (৩৫) একই উপজেলার বামনহাটা গ্রামের জাবেদ আলী শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক(এসআই) আবু হানিফা জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে ভূঞাপুর শহীদ জিয়া মহিলা কলেজ সংলগ্ন পূর্বপাড়ায় পৌরসভার হিসাব রক্ষক আতিকুল ইসলামের বাসার তিন তলার দেয়ালে টাইলস্ এর কাজ করতে গিয়েছিল মজনু শেখ। এ সময় ভবনে টাইলস লাগানোর জন্য একটি মাচা তৈরি করা হয়। তবে মাচাটি ছিঁড়ে নিচে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই শ্রমিক মজনুর মৃত্যু হয়।