আজ- ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ১:২০

ভূঞাপুরে নয় দফা দাবিতে সনাতনীদের বিক্ষোভ-সমাবেশ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে সনাতন ধর্মাবলম্বীরা সোমবার(১২ আগস্ট) বর্তমান পরিস্থিতিতে সনাতনীদের উপর নির্যাতন, হামলা, মঠ-মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর এবং অগ্নিসংযোগ সহ নয় দফা দাবিতে ওই বিক্ষোভ-সমাবেশ করেছে।

ভূঞাপুর উপজেলা হিন্দু পরিবার, সনাতন সংঘ, গীতাস্কুল ও ভূঞাপুর হিন্দু যুব সংঘের আয়োজনে এদিন সকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়। পরে ৯দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে প্রদান করা হয়।


সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভূঞাপুর হিন্দু সংঘের সাবেক সভাপতি রুহিদাস পাল, সাধারণ সম্পাদক সুমন কুমার দেব, সাবেক সাধারণ সম্পাদক হারান কর্মকার, গীতাস্কুলের সভাপতি অভিজিৎ ঘোষ, সনাতন সংঘের সভাপতি সঞ্জয় পাল, সহ-সভাপতি সুদীপ্ত দেবনাথ, সাধারণ সম্পাদক মিঠু সূত্রধর প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno