দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে তিনদিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করা হয়েছে। রোববার(২৩ জুলাই) উপজেলা পরিষদ চত্বরে ওই বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর টাঙ্গাইলের উপ-পরিচালক মো. আবু আদনান। প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. হযরত আলী। অনুষ্ঠানটি পরিচালনা করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনা খাতুন। এ ছাড়া বৃক্ষ মেলা উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
								