দৃষ্টি নিউজ:

মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা,ধর্ষণ ও ভূমি থেকে বিতারিত করার প্রতিবাদে টাঙ্গাইলের ভূঞাপুরে বৃহস্পতিবার(১৪ সেপ্টেম্বর) বাদ যোহর মানববন্ধন করেছে উপজেলা ইমাম পরিষদ।
ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম অ্যাডভোকেট, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল খালেক মন্ডল, অলোয়া ইউপি চেয়ারম্যান মো. নূরুল ইসলাম, আসাদুজ্জামান খান হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা মাহফুজুর রহমান, উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা শহিদুল্লাহ আন্দিপুরি, যুগ্ম-সাধারণ সম্পাদক মুফতি আসাদুজ্জামান শামীম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন মসজিদের ইমামসহ সহস্রাধিক মুসল্লী অংশ নেন। পরে অং সান সুচি’র কুশপুতুল পোড়ানো হয়।
