আজ- মঙ্গলবার | ২১ অক্টোবর, ২০২৫
৫ কার্তিক, ১৪৩২ | বিকাল ৫:১৬
২১ অক্টোবর, ২০২৫
৫ কার্তিক, ১৪৩২
২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক, ১৪৩২

মওলানা ভাসানী প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রক্ষার দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নিজ হাতে প্রতিষ্ঠিত সকল শিক্ষাপ্রতিষ্ঠানের দখল ও ধ্বংসের পায়তারা বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ওই কর্মসূচি পালন করে মওলানা ভাসানী পরিবার, ভক্ত, মুরিদান ও অনুসারীরা।

 

 

 

 

মানববন্ধন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মওলানা ভাসানীর নাতী ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হযরত খান ভাসানী, প্রচার সম্পাদক ডা. করিম, মওলানা ভাসানী স্মৃতি সংঘের কর্মকর্তা ডক্টর ইদ্রিস আলী প্রমুখ।

 

 

 

 

 

 

 

বক্তারা অভিযোগ করে বলেন, দেশের স্বাধীনতা সংগ্রাম ও গণঅধিকার আন্দোলনের অগ্রদূত মওলানা ভাসানীর নামে ও নিজহাতে সন্তোষে প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান দখলদারদের হাতে পড়েছে। এসব প্রতিষ্ঠানের সম্পদ রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে তারা দাবি করেন। ভাসানীর আদর্শের অনুসারীরা ঐক্যবদ্ধভাবে এসব দখল ও অনিয়মের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাবে।

 

 

 

 

পরে ন্যাপ ভাসানীর চেয়ারম্যান হযরত খান ভাসানী, প্রচার সম্পাদক ডা. করিম, মওলানা ভাসানী স্মৃতি সংঘের কর্মকর্তা ডক্টর ইদ্রিস আলী জেলা প্রশাসকের মাধ্যমে সংস্কৃতি মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।

 

 

 

 

 

 

 

কর্মসূচিতে টাঙ্গাইলের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, ভাসানী অনুসারী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়