আজ- সোমবার | ১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ২:৪২
১৫ ডিসেম্বর, ২০২৫
৩০ অগ্রহায়ণ, ১৪৩২
১৫ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ, ১৪৩২

মডেল ও অভিনেত্রী মোনালিসার নতুন সুখবর

দৃষ্টি বিনোদন:

মডেল ও অভিনেত্রী মোনালিসার জীবনে এলো নতুন সুখবর। অভিনয়জগৎ ছেড়ে বহু আগেই প্রবাসজীবন বেছে নেওয়া এই তারকা যুক্তরাষ্ট্রে পেশাদার রূপসজ্জাশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পর এবার পেলেন ক্যারিয়ারের বড় স্বীকৃতি। নতুন একটি প্রসাধনী বিক্রয় প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে যোগ দিয়েছেন তিনি।

 

 

 

 

 

 

 

জানাগেছে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একটি প্রসাধনসামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠানে টানা ১২ বছর জ্যেষ্ঠ রূপসজ্জাশিল্পী হিসেবে কাজ করার পর সম্প্রতি প্রতিষ্ঠান পরিবর্তন করেন মোনালিসা। শুক্রবার(১২ ডিসেম্বর) থেকেই শুরু হয়েছে তার পেশাগত জীবনের নতুন অধ্যায়।

 

 

 

 

 

 

নিজের এই সাফল্যের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে মোনালিসা লিখেছেন, ‘এই নতুন অধ্যায়ের জন্য আমি নিজেকে ভীষণভাবে ধন্য মনে করছি। কঠোর পরিশ্রমই আমাকে আজকের এই জায়গায় এনে দাঁড় করিয়েছে। নতুন দায়িত্ব পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতায় ভরে উঠেছি। সামনে অপেক্ষা করছে নতুন চ্যালেঞ্জ ও নতুন সম্ভাবনা।’

 

 

 

 

 

 

 

 

এই অর্জন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘অনেক কষ্ট আর পরিশ্রমের পর আজ আমি এই জায়গায় এসেছি। অভিনয় ও মডেলিং আমার ভালোবাসা, কিন্তু মেকআপ আমার প্যাশন। যুক্তরাষ্ট্রে এসে বুঝেছি এই সেক্টরে আমার আরও অনেক কিছু করার আছে।’

 

 

 

 

 

 

এক সময় নাটক, বিজ্ঞাপনচিত্র ও মডেলিংয়ে নিয়মিত দেখা যেত মোনালিসাকে। নৃত্যেও ছিল তার পারদর্শিতা। তবে ক্যারিয়ারে মধ্যগগনে থাকতেই হঠাৎ শোবিজ থেকে সরে গিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গত বছর দেশে এলেও অল্প সময়ের মধ্যেই আবার ফিরে যান প্রবাসে। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে মোনালিসা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ট্র্যাপড’। সংগীতশিল্পী হৃদয় খান পরিচালিত ও অভিনীত এই চলচ্চিত্রের টিজার ইতোমধ্যেই প্রকাশ পেয়েছে।

 

 

 

 

উল্লেখ্য, ২০১২ সালের জুনে যুক্তরাষ্ট্রপ্রবাসী ফাইয়াজ শরীফকে বিয়ে করে দেশ ছাড়েন মোনালিসা। পরবর্তীতে তাদের বিচ্ছেদ ঘটে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়