দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলায় খাদ্যে ভেজাল ও রাসায়নিক মেশানোর দায়ে তিনটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার(৭ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই জরিমানা করেন।
এ সময় র্যাব-১২’র সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন সহ র্যাব সদস্যা উপস্থিত ছিলেন।
জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ধনবাড়ীর বেদারপাড়ার রাফি আইসক্রিম ৩০ হাজার টাকা, একই উপজেলার হাবিপুরের মেসার্স মনছুর সুইটস অ্যান্ড বেভারেজকে ৫০ হাজার টাকা এবং মধুপুরের কাকতাইয়ের মীম ফুড প্রডাক্টসকে ১৫ হাজার টাকা।
সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন(জি) বিএন জানান, মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালানো হয়। অভিযানে খাদ্যে ভেজাল ও বিষাক্ত রাসায়নিক মেশানোর অপরাধের প্রমাণ পাওয়া যায়।
পরে ভ্রাম্যমান আদালত ভাক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় উল্লেখিত তিন প্রতিষ্ঠানকে ৯৫ হাজার টাকা জরিমানা করেন।
