আজ- শুক্রবার | ১৯ সেপ্টেম্বর, ২০২৫
৪ আশ্বিন, ১৪৩২ | রাত ৪:১৯
১৯ সেপ্টেম্বর, ২০২৫
৪ আশ্বিন, ১৪৩২
১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৪ আশ্বিন, ১৪৩২

মধুপুর থেকে চুরি যাওয়া ট্রাক ভারতীয় সীমান্ত থেকে উদ্ধার

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলার জলছত্র ট্রাক অফিসের সামনে থেকে চুরি যাওয়া একটি ট্রাক ভারতের সীমান্তবর্তী চাপাইনবাবগঞ্জ জেলার প্রত্যন্ত এলাকা থেকে উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। মঙ্গলবার(৩ জুন) ভোরে ট্রাকটি উদ্ধার করে আনা হয়।

 

 

 

 

এরআগে সোমবার(২ জুন) দিনগত রাতভর মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ও অফিসার ইনচার্জ এমরানুল কবীর রুবেলের নির্দেশে ইন্সপেক্টর(তদন্ত) রাসেল আহমেদের নেতৃত্বে¡ মধুপুর থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে।

 

 

 

 

 

আভিযানিক দলটি বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী এলাকা চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমাস্তাপুর থানার রহনপুর পৌর সভার ৬নং ওয়ার্ডের নুনগোলা এলাকায় অভিযান চালিয়ে চুরি যোওয়া ট্রাকসহ চোর রাসেলকে গ্রেপ্তার করে। রাসেল মধুপুর উপজেলার জলছত্র এলাকার মজনু মিয়ার ছেলে।

 

 

 

 

 

 

পুলিশ জানায়, গত ২৬ মে সকাল সাড়ে ৯টার দিকে মধুপুরের জলছত্র ট্রাক অফিসের সামনে থেকে ঢাকা মেট্রো-ড-১৪-৪৮০৩ ট্রাকটি চুরি হয়। পরে ট্রাকটির মালিক টুটুল বাকালি তার চালককে ফোনে না পেয়ে মধুপুর থানায় ট্রাক হারানোর একটি ‘মিসিং ডায়েরি’ করেন। এর সূত্রে ধরে তথ্য প্রযুক্তি, সোর্স নিয়োগ ও সিসিটিভি ফুটেজ মনিটরিং করে চুরি যাওয়া ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

 

 

 

 

 

 

মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) এমরানুল কবীর রুবেল জানান, উদ্ধারকৃত ট্রাকটি থানার হেফাজত রয়েছে এবং অভিযুক্ত রাসেলকে টাঙ্গাইলের আদালতে পাঠানো হয়েছে।

 

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়