আজ- শুক্রবার | ১৭ অক্টোবর, ২০২৫
১ কার্তিক, ১৪৩২ | রাত ৮:২৯
১৭ অক্টোবর, ২০২৫
১ কার্তিক, ১৪৩২
১৭ অক্টোবর, ২০২৫, ১ কার্তিক, ১৪৩২

মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে নাগরপুরে কুশপুতুল দাহ

নাগরপুর সংবাদদাতা:

ফ্রান্সে রাষ্ট্রীয়ভাবে বহুতল ভবনে প্রকাশ্যে মহানবী হযরত মুহাম্মদ(সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে অবমাননা করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টাঙ্গাইলের নাগরপুরে

সোমবার (২ নভেম্বর) ফ্রান্স বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা উলামায়ে কেরাম ও সর্বস্তরের তৌহিদী জনতা। এ সময় তারা ফ্রান্সের প্রেসিডেন্টের কুশ পুতুল দাহ করে।

নাগরপুর সরকারি কলেজ গেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা সদরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ গেটে এসে শেষ হয়।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বিক্ষোভ-সমাবেশে অংশ নেয়।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শন করায় বিশ্বের কোটি কোটি মুসলমানের অন্তরে আঘাত লেগেছে। প্রত্যেক মুমিন মুসলমান তাদের জান-মাল, সন্তান, পিতা-মাতা থেকে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) কে বেশি ভালবাসেন।

https://youtu.be/KcJbK8METpM

তারা আরও বলেন, অনতি বিলম্বে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গ চিত্র সরিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টকে ক্ষমা চাইতে হবে। তারা ফ্রান্সকে বয়কট ও ফ্রান্সের সকল পণ্য বর্জন করার জন্য সকল মুসলিমদের অনুরোধ করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়