দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার মাকেশ্বর বাজার বণিক সমবায় সমিতি লিমিটেডের ত্রি-বার্ষিক নির্বাচন সোমবার(১৬ নভেম্বর) স্থানীয় জাহাঙ্গীর আলম তুলা মিয়া মার্কেটের দ্বিতীয় তলায় অনুষ্ঠিত হয়েছে।
সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোটগ্রহন করা হয়। নির্বাচনে সাংগঠনিক ৫টি পদের বিপরীতে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের পর গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার মো. আরশেদ শেখ বেসরকারি ফলাফল ঘোষণা করেন।
নির্বাচনে মো. আব্দুল আজিজ দুলাল (চেয়ার প্রতীক) সভাপতি, মো. হাসিম রেজা(আনারস প্রতীক) সহ-সভাপতি-১, মো. শাহাদত সরকার (গোলাপ ফুল প্রতীক) সহ-সভাপতি-২, মো. শাহদত হোসেন (মোরগ প্রতীক) সাধারণ সম্পদক ও মো. শিবলু শেখ(হরিণ প্রতীক) সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
এ সময় সহকারী নির্বাচন কমিশনার হাশেম ফকির ও হাবিবুর রহমান, প্রিসাইডিং অফিসার আব্দুল গণি আকন্দ, প্রতিদ্বন্দ্বী প্রার্থী, এজেন্ট, উৎসুক জনতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, একাধিক প্রার্থী না থাকায় সাংগঠনিক সাতটি পদে ইতোপূর্বে সাত জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
								