দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগলকান্দি ইউনিয়নের ৩৩নং নাটশালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাটি খুঁড়ে বুধবার(২১ আগস্ট) দুপুরে ৩৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শফিকুল ইসলাম বলেন, ওই বিদ্যালয়ের আগের আধাপাকা ঘরটি পরিত্যক্ত হওয়ায় টেন্ডারের মাধ্যকে বিক্রি করা হয়। ঘর অনেক আগেই ভেঙে নেয়া হয়। নতুন ভবন নির্মাণের জন্য টেন্ডার আহŸান করায় ওই প্রাথমিক বিদ্যালয়ের কাজের জন্য মাটি খুঁড়তে গিয়ে শ্রমিকরা একটি কাচের বোতলে গুলি দেখে পুলিশে খবর দেয়। পরে ঘাটাইল থানার একটি টিম গিয়ে গুলিগুলো উদ্ধার করে।
তিনি আরো বলেন, গুলিগুলো অকার্যকর(ড্যামেজ) হয়ে গেছে। একটির সাথে আরেকটি লেপ্টে আছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে গুলিগুলো মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল।