আজ- মঙ্গলবার | ৪ নভেম্বর, ২০২৫
১৯ কার্তিক, ১৪৩২ | রাত ৮:২৬
৪ নভেম্বর, ২০২৫
১৯ কার্তিক, ১৪৩২
৪ নভেম্বর, ২০২৫, ১৯ কার্তিক, ১৪৩২

মির্জাপুরে আরপি সাহার জামাতা ডা. বিষ্ণুপদ পতি’র স্মরণে প্রার্থণাসভা

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের প্রতিষ্ঠাতা দানবীর রণদা প্রসাদ সাহার কনিষ্ঠ জামাতা ও কুমুদিনী পরিবারের কিংবদন্তিতুল্য অভিভাবক কুমুদিনী হাসপাতালের সাবেক মেডিকেল সুপারিনটেনডেন্ট ডা. বিষ্ণুপদ পতির মহাপ্রয়াণে প্রার্থনাসভা হয়েছে। রোববার(২৩ জুলাই) সকালে কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্ট কর্তৃপক্ষ ওই প্রার্থণাসভার আয়োজন করে।
কুমুদিনী পরিবারের সদস্যগণ, কুমুদিনী হাসপাতালের পরিচালক ডা. দুলাল চন্দ্র পোদ্দার, প্রফেসর এমএ হালিম, ডা. এসএম শহিদুল্লাহ, ডা. পিকে রায়, রুদ্র কান্ত রায়, স্বপন কুমার মন্ডল, কুমুদিনী মেডিকেল কলেজের শিক্ষার্থী, ভারতেশ^রী হোমস্- এর সকল শিক্ষার্থী, সকল শিক্ষকরা সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রথমে চারটি ধর্মের প্রতি পবিত্র ধর্মীয় গ্রন্থ থেকে পাঠ করা হয়। এরপর ডা. পতির স্মরণে দাঁড়িয়ে থেকে এক মিনিট নীরবতা পালন করা হয়। ডা. বিষ্ণুপদ পতি ভারতের মেদেনীপুর জেলার তমুলকে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাখাল চন্দ্র পতি।
এ প্রার্থণাসভায় কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি সকলের উদ্দেশে ডা. বিষ্ণুপদপতির সংক্ষিপ্ত জীবন কাহিনী তুলে ধরেন উপস্থিত সকলের মাঝে।
এদিকে ডা. বিষ্ণুপদ পতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমুদিনী ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপক পরিচালক রাজীব প্রসাদ সাহা ও কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক একুশে পদকপ্রাপ্ত ভাষা সৈনিক প্রতিভা মুৎসুদ্দি।
উল্লেখ্য, ২০১৬ সালের ৯ ডিসেম্বর দানবীর রণদা প্রসাদ সাহার কনিষ্ঠ কণ্যা অর্থাৎ ডা. বিষ্ণুপদ পতির স্ত্রী জয়াপতি লন্ডনে পরলোকগমন করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়