দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বাওয়ার কুমারজানী নামকস্থানে রোববার(২০ আগস্ট) কাভার্ডভ্যানের চাপায় মো. মীম মিয়া নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এসময় আহত হয়েছে তার বন্ধু রিফাত। নিহত মো. মীম মির্জাপুর উপজেলার পুষ্টকামুরী গ্রামের লাবু মিয়ার ছেলে ও মির্জাপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গোড়াই হাইওয়ে থানার ওসি খলিলুর রহমান পাটোয়ারী ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, রোববার সকাল ১০টার দিকে একটি মোটরসাইকেলে দুই স্কুলছাত্র মির্জাপুর বাজারে আসছিল। এসময় পথে বাওয়ার কুমারজানি নামকস্থানে মহাসড়ক পারাপারের সময় উত্তরবঙ্গগামী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মো. মীম মিয়ার মৃত্যু হয়। আশংকাজনক অবস্থায় বন্ধু রিফাতকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
