আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | রাত ৩:৩৭
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

মির্জাপুরে ঘর-বাড়ি-দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে সরকারি নির্দেশনায় ১৪৪ ধারা জারিকৃত জমিতে নির্মিত ঘর-বাড়ি ও দোকানপাট রাতের অন্ধকারে ভেঙে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগীর পরিবার। বৃহস্পতিবার(১৯ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

 

 

 

 

 

 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী জিহক খান রুদ্র বলেন, মির্জাপুর উপজেলার গোড়াই মোমিননগর মৌজায় ৬৪ শতাংশ জমি দলিলমূলে প্রাপ্ত হয়ে তিনি ওই জমিতে ঘর ও দোকান নির্মাণ করি। পরে ২৪ শতাংশ জমি ভুলে সরকারের নামে রের্কড হওয়ায় তা সংশোধনের জন্য ভূমি অফিসে মামলা দায়ের করি। ৬৪ শতাংশ জমির মধ্যে ৫ শতাংশ জমির উপর দিয়ে রাস্তার জন্য স্থানীয় প্রভাবশালী নূর মোহাম্মদের সাথে ১ বছরের জন্য চুক্তি হয়। চুক্তির মেয়াদ শেষ হওয়ায় তা আর নবায়ন করা হয়নি।

 

 

 

 

 

 

 

 

তিনি বলেন, চুক্তি নবায়ন না করার আক্রোশে অভিযুক্ত নূর মোহাম্মদ ও তার দুইপুত্র আমাদেরকে মারপিট ও ক্ষতি সাধনের অপচেষ্টায় লিপ্ত থাকলে আমি বাদি হয়ে তাদের বিরুদ্ধে থানায় একটি জিডি(নং-১২৯৩, তাং-২৩/১১/২০২৪) করি। এতে তারা আরও ক্ষীপ্ত হয়ে আমার দখলীয় ভূমিতে (সরকারের নামে বিএস রেকর্ডীয়) ২৪ শতাংশ ভূমি পরিমাপ করে আলাদা করার চেষ্টা করে।

 

 

 

 

 

ওই বিষয়ে মির্জাপুর সিনিয়র সহকারী জজ আদালতে ৩৭৮/২০২৪ নং স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমা দায়ের করলে আদালত স্থিতাবস্থা রাখার আদেশ জারি করে। আদালতের আদেশের স্থিতাবস্থা ও ১৪৪ ধারা অমান্য করে তার বাহামভুক্ত ২৫-৩০ জন লোকের সহায়তায় গত ১৬ ডিসেম্বর রাতে ভেকু দিয়ে আমার একটি টিনের ঘর, ৭০ হাত লম্বা টিনের বেড়া ও অপর একটি ঘরের বারান্দা (১৬ হাত লম্বা) ভেঙে টিন, কাঠ, খুটিসহ দোকানের মালামাল লুট করে নিয়ে যায়।

 

 

 

 

 

 

 

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পরিবারের ওপর নূর মোহাম্মদ গংদের দ্বারা যে কোন সময় শারীরিক, মানসিক, আর্থিক ও সম্পত্তির ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা চাই।

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়