আজ- ২৫শে জুন, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সকাল ১১:৪৮

মিয়ানমারের সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ

 

দৃষ্টি ডেস্ক:

মিয়ানমারের জান্তা সরকার রাখাইন রাজ্যের রাজধানী সিত্তে শহরের আশপাশের গ্রাম খালি করার নির্দেশ দিয়েছে। সম্প্রতি আরাকান আর্মি সিত্তে নিয়ন্ত্রণ নেওয়ার হুমকি দেওয়ার পর সবাইকে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যেতে বলেছে জান্তা।


আরাকান আর্মির পক্ষ থেকে সিত্তে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকির পর জান্তার পক্ষ থেকে সেখানকার ১৫টি গ্রামের বাসিন্দাদের পাঁচ দিন সময় দেওয়া হয়েছে, যাতে তারা রাজধানীতে চলে যেতে পারে।

গ্রামগুলো খালি করা না হলে শনিবারের পর কাউকে গ্রামে পাওয়া গেলে তাদের গুলি করা হবে বলেও জানানো হয়েছিল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno