আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | রাত ৮:৫২
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

মুজিববর্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তি ও মুজিববর্ষ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার(২৩ জানুয়ারি) উপজেলার শাহজানী যুব সমাজ খাষ শাহজানী এমএ করিম উচ্চ বিদ্যালয় মাঠে (মুক্তিযুদ্ধকালীন প্রশিক্ষণ ক্যাম্প) ওই সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মো. ইনসাফ আলী ওসমানী।

ভারড়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম স্বপন।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুজায়েত হোসেন, ডেপুটি কমান্ডার এমএ মতিন ছামী, নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ

সন্তান কামান্ডের উপদেষ্টা সাংবাদিক খন্দকার আছাব মাহমুদ, ভারড়া ইউনিয়ন সন্তান কমান্ডের সভাপতি মো. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন নিজাম উদ্দিন।

প্রধান অতিথি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদানের মাধ্যমে তাদের বীরত্বের প্রতি সম্মান জানানো নিঃসন্দেহে প্রশংসনীয় কাজ। তিনি বলেন, জীবিত থাকতে সকল মুক্তিযোদ্ধাকে যোগ্য মর্যাদা দিতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণে সাড়া দিয়ে এদেশের মুক্তিকামী জনতা হানাদার পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েন। বীর মুক্তিযোদ্ধারা গড়ে তুলেন প্রবল প্রতিরোধ।

দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ৭১ সালের ১৬ই ডিসেম্বর পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের।

তারা বলেন, বর্তমান ও পরবর্তী প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় আত্মপ্রত্যয়ী ও দেশ প্রেমিক নাগরিকে পরিণত করতে হবে। তবেই বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন হবে। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ ও স্মৃতিকথা উপস্থাপন করেন।

https://youtu.be/3c9KlK-MklM

অনুষ্ঠানে নাগরপুর উপজেলার ভারড়া ইউনিয়নের ১৯০ জন বীর মুক্তিযোদ্ধার হাতে সম্মাননা হিসেবে ক্রেস্ট তুলে দেওয়া হয়। পরে সেখানে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়