আজ- মঙ্গলবার | ২৫ নভেম্বর, ২০২৫
১০ অগ্রহায়ণ, ১৪৩২ | দুপুর ১:২৩
২৫ নভেম্বর, ২০২৫
১০ অগ্রহায়ণ, ১৪৩২
২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ, ১৪৩২

মোটরসাইকেল রেজিস্ট্রেশনে কঠোর নির্দেশনা

দৃষ্টি রিপোর্ট:

মোটরসাইকেল আমদানিতে জালিয়াতি ঠেকাতে কঠোর নির্দেশনা দিয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। সদর দপ্তরের অনুমোদন ছাড়া আমদানিকৃত কোনো মোটরসাইকেলের রেজিস্ট্রেশন না করতে সারাদেশের সব সার্কেল অফিসকে নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

 

 

 

সম্প্রতি বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শীতাংশু শেখ বিশ্বাসের সই করা এক অফিস আদেশে বলা হয়, কিছু অসাধু আমদানিকারক এসকেডি/সিকেডি পদ্ধতিতে আনা মোটরসাইকেলকে জাল কাগজে সিবিইউ দেখিয়ে রেজিস্ট্রেশনের চেষ্টা করছে। আবার কোথাও ১৬৫ সিসির বেশি মোটরসাইকেলকে কম সিসি দেখিয়ে কাস্টমস ছাড় করানো হচ্ছে।

 

 

 

 

 

 

 

এ ধরনের অনিয়ম রোধে ৩১ জুলাইয়ের পর থেকে অনুমোদিত চেসিস ও ইঞ্জিন নম্বরের তালিকা ছাড়া কোনো সিবিইউ/এসকেডি মোটরসাইকেল রেজিস্ট্রেশন না করার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

 

নির্দেশনা লঙ্ঘন করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানায় বিআরটিএ।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়