দৃষ্টি নিউজ:

‘শতবর্ষের আহবানে বিজয়ের জয়গানে- এসো মিলিত হই শেকড়ে’ স্লোগানে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উদযাপন করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল- বর্ণাঢ্য র্যালি, কৃতি শিক্ষার্থীদের স্মারক ও ক্রেস্ট প্রদান, দোয়া মাহফিল, আলোচনা সভা, মধ্যা ভোজ, র্যাফেল ড্র ইত্যাদি।
ডুয়েটের প্রফেসর প্রকৌশলী ডক্টর নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কর্নেল(অব.) ডা. আব্দুর রহিম, অবসরপ্রাপ্ত ব্যাংকার আব্দুর রাজ্জাক, ডা. কায়েম উদ্দিন, প্রকৌশলী শফিকুল ইসলাম, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফি উদ্দীন, দাতা সদস্য শামীম আহমেদ তালুকদার, উদযাপন কমিটির আহ্বায়ক মাহফিজুর রহমান, সদস্য সচিব কামরুল ইসলাম প্রমুখ।
শতবর্ষপূর্তির ওই অনুষ্ঠানে বিদ্যালয়ের নবীন, প্রবীণ শিক্ষার্থীরা একে অপরের সাথে দেখা হতেই আবেগে আপ্লুুত হয়ে পড়েন। জীবনের কর্মব্যস্ততায় এ দেখা মিলন মেলায় পরিনত হয়।
