দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুর উপজেলার কুতুবপুর তালতলা এলাকার একটি কাঁঠাল গাছ থেকে বুধবার(২১ আগস্ট) সকালে নজরুল ইসলাম(৬৫) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নজরুল ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে। কোন অভিযোগ না থাকায় পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করলে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, নজরুল কয়েক মাস যাবত নানা হতাশায় মানসিক সমস্যায় ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নেন। নিহত নজরুলের স্ত্রী সাজেদা বেগম বাদী হয়ে সখীপুর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে সখীপুর থানার এসআই ওবায়দুল্লাহ বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করায় ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
