দেলদুয়ার প্রতিনিধি:

টাঙ্গাইলে সচেতন নাগরিক ফোরামের নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার(১৩ ডিসেম্বর) দুপুরে দেলদুয়ারের হৃদয় বিদ্যাঘরে বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্যদের নিয়ে ওই কমিটি গঠন করা হয়। এতে আকিবুর রহমান ইকবালকে আহ্বায়ক ও শহিদ মাহমুদকে সদস্য সচিব করে মোট ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
নতুন কমিটিতে সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সচিব সাইফ মোহাম্মদ লুৎফুল্লাহ ও আবুল কালাম মোস্তফা লাবুকে উপদেষ্টা মনোনীত করা হয়।
সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত পাঠ করেন শওকত আকবর রঞ্জু ও গীতা পাঠ করেন রঘুনাথ বসাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আকিবুর রহমান ইকবাল ও পরিচালনা করেন শহিদ মাহমুদ।
