আজ- শুক্রবার | ১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ৩:২৫
১২ ডিসেম্বর, ২০২৫
২৭ অগ্রহায়ণ, ১৪৩২
১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ, ১৪৩২

সাংবাদিককে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী প্রেসক্লাবের সদস্য ও দৈনিক নিরপেক্ষ পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর হোসেনকে জনৈক নারীকে দিয়ে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেপ্তার করার প্রতিবাদে মঙ্গলবার(৯ ডিসেস্বর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

 

 

 

 

 

 

কালিহাতী প্রেসক্লাবের উদ্যোগে উপ-শহর এলেঙ্গা বাসস্ট্যান্ডে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে জেলার সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

 

 

 

 

 

 

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার সোহেল তালুকদার, এখন টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি কাউসার আহমেদ, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জন কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর রহমান মিল্টন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এনায়েত করিম বিজয়, গ্রেপ্তারকৃত সাংবাদিক জাহাঙ্গীর হোসেনের স্ত্রী সহ প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

 

 

 

 

 

 

সাংবাদিক জাহাঙ্গীরের স্ত্রী বলেন, পুলিশ এসে আমাদের বাড়ির ভেতরে ঢুকে মারধর করে। তার দাদী বাধা দিতে গেলে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ সময় মামলার চক্রান্তকারী তোফাজ্জল হোসেন তুহিন ও তার লোকজন বাইরে অবস্থান করছিল। তাদের খুশি করতে পুলিশ আমাদের সাথে অমানবিক আচরণ করেছে।

 

 

 

 

 

 

মানববন্ধনের বক্তারা বলেন, ওই নারী ও এক প্রভাবশালীর বিরুদ্ধে সংবাদপ্রকাশ ও দুদকে অভিযোগ দেওয়ায় তারা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে। পুলিশ প্রভাবশালীর টাকায় প্রভাবিত হয়ে মধ্যরাতে বাড়িঘর ভাংচুর করে জাহাঙ্গীরকে অন্যায় ভাবে শারীরিক নির্যাতন করে- যা আইন পরিপন্থী। এসময় বক্তারা পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রæত সুষ্ঠু তদন্ত ও জাহাঙ্গীরের অনতবিলম্বে মুক্তি দাবি করেন।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়