দৃষ্টি নিউজ:

বিএনপির ভাইসচেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, টাঙ্গাইল-৫(সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসানের দাফন সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার(১ জানুয়ারি) বাদ আছর তাকে শহরের সন্তোষস্থ বাসভবনে স্ত্রীর পাশে দাফন করা হয়।
এরআগে এদিন দুপুর ২ টায় টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, বিএনপির সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল(অব.) মাহমুদুল হাসান টাঙ্গাইলে উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি টাঙ্গাইলে স্কুল-কলেজ-মাদ্রাসা সহ শিক্ষাউন্নয়নে ব্যাপক ভূমিকা রাখেন। টাঙ্গাইলের যোগাযোগ ও সড়ক উন্নয়নে তাঁর অবদান ছিল স্মরণীয়।
বুধবার(৩১ ডিসেম্বর) বিকাল ৩টায় রাজধানীর নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
