আজ- বুধবার | ২৪ সেপ্টেম্বর, ২০২৫
৯ আশ্বিন, ১৪৩২ | রাত ১০:৩২
২৪ সেপ্টেম্বর, ২০২৫
৯ আশ্বিন, ১৪৩২
২৪ সেপ্টেম্বর, ২০২৫, ৯ আশ্বিন, ১৪৩২

সেপটিক ট্যাংকের ঝুঁকি ও করণীয় বিষয়ক প্রশিক্ষণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে সেপটিক ট্যাংকের নিরাপত্তা ঝুঁকি এবং দুর্ঘটনা এড়াতে করণীয় সম্পর্কে সচেতনতা বাড়াতে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে শহরের ময়মনসিংহ রোডের সাফ মায়াকুঞ্জে ওই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

প্রশিক্ষণ কর্মশালায় টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মো. জানে আলম, সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়েন, সাফ এসোসিয়েটস লিমিটেডের এইচআর এডমিন ও অ্যাকাউন্টস অফিসার আকাশ রহমান, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আরিফ হোসেন, প্রজেক্ট ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ, সাইট ইঞ্জিনিয়ার জয়নুল আবেদীন, ঠিকাদার নূর মোহাম্মদ, হারুনসহ স্থানীয় শ্রমিকরা অংশ নেন।

 

 

 

 

 

 

বক্তারা সেপটিক ট্যাংকের ঝুঁঁকির বিভিন্ন দিক- যেমন বিষাক্ত গ্যাস জমা হওয়া, অক্সিজেন স্বল্পতার কারণে সৃষ্ট বিপদগুলো ইত্যাদির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন এবং এসব সমস্যা সমাধানে করণীয় সম্পর্কে ধারণা দেন। বক্তারা বলেন, একটু সচেতনতা এবং সঠিক পরিকল্পনা গ্রহণ করলে এ ধরনের দুর্ঘটনা সহজেই এড়ানো সম্ভব।

 

 

 

 

 

 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে জানানো হয়- সেপটিক ট্যাংক তৈরির সময় যথাযথ নকশা অনুসরণ, মানসম্মত নির্মাণসামগ্রী ব্যবহার এবং নিয়মিত তদারকি নিশ্চিত করা জরুরি।

 

 

 

 

 

 

বক্তারা বলেন, শুধু নির্মাণ শ্রমিক নয়, সাধারণ মানুষের মধ্যেও এ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। সঠিক পরিকল্পনা, মানসম্মত নির্মাণকাজ এবং নিয়মিত রক্ষণাবেক্ষণ- এই তিনটি বিষয় নিশ্চিত করা গেলে সেপটিক ট্যাংক সম্পর্কিত দুর্ঘটনা কার্যকরভাবে প্রতিরোধ করা যেতে পারে।

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়