দৃষ্টি নিউজ:

রাজাধানী ঢাকার দক্ষিণখানে স্ত্রীর পরকীয়ার কারণে মসজিদের ইমামের হাতে খুন হওয়া টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার রাজাবাড়ী গ্রামের আজহারুল ইসলামের(৪০) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৬ মে) রাতে রাজাবাড়ী সামাজিক গোরস্থানে তাকে দাফন করা হয়।
এরআগে বুধবার রাত সাড়ে ৭টায় রাজাবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। আজহারুল ওই গ্রামের জুলহাস উদ্দিনের ছেলে।
এদিকে, বুধবার বিকালে আজহারুলের ছয় টুকরা করা মরদেহ তার গ্রাম রাজাবাড়ীতে পৌঁছলে এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয়।
এলাকাবাসী তাকে শেষবারের মতো দেখতে বাড়িতে ভিড় করেন। তবে মরদেহ ছয় টুকরা হওয়ার কারণে পরিবার এবং স্থানীয় কাউকে দেখতে দেওয়া হয়নি।