দৃষ্টি নিউজ:
‘আসুন শীতার্ত মানুষের পাশে দাঁড়াই’ এই স্লোগান নিয়ে স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের জনতা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল এরিয়া কমিটির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।
টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সম্প্রতি অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জনতা ব্যাংক লিমিটেডের এরিয়া অফিসের ডিজিএম মো. কামরুজ্জামান খান, এজিএম ফারজানা খালেক, টাঙ্গাইল কর্পোরেট শাখার এজিএম মো. আইয়ুব আলী, স্বাধীনতা ব্যাংকার্স জনতা ব্যাংক লিমিটেড টাঙ্গাইল এরিয়া কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শামছুল হুদা চৌধুরী, সদস্য সচিব সসীম রায়, সদস্য মাজেদুর রহমান, মোবারক হোসেন মনির প্রমুখ।