আজ- শনিবার | ৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২ | সকাল ৬:২৮
৮ নভেম্বর, ২০২৫
২৩ কার্তিক, ১৪৩২
৮ নভেম্বর, ২০২৫, ২৩ কার্তিক, ১৪৩২

হাই-টেক পার্ক বাস্তবায়নে ঘাটাইলে আনন্দ র‌্যালি

ঘাটাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ঘাটাইলে শেখ কামাল হাই-টেক পার্ক বাস্তবায়নে জমির দলিল সম্পাদন হওয়ায় আনন্দ র‌্যালি করেছে এলাকাবাসী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে শনিবার(২৭ মার্চ) সকালে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা অবকাঠামো নির্মাণে অর্থ বরাদ্ধসহ পরবর্তী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য জোড় দাবি জানান।

র‌্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন- ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার সরকার, পৌরসভার মেয়র শহিদুজ্জান খান, আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক উপ-কমিটির সদস্য ও

সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট শহিদুল ইসলাম, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মনি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহ্বায়ক মাসুদুর রহমান

আজাদ, শুভসংঘ ঘাটাইল উপজেলা শাখার সভাপতি কাজী মাহমুদুল হাসান জাহান, সরকারি জিবিজি কলেজের সাবেক ভিপি আবু সাইদ রুবেল প্রমুখ।

প্রকাশ, শেখ কামাল হাই-টেক পার্ক প্রতিষ্ঠার জন্য উপজেলার গৌরিশ্বর মৌজায় ১২ একর ৭৭ শতাংশ খাস জমি এক লাখ এক হাজার টাকা প্রতীকী মূল্যে দলিল সম্পাদনের কাজ শেষ হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়