আজ- বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২ | দুপুর ১২:৪৯
১৮ সেপ্টেম্বর, ২০২৫
৩ আশ্বিন, ১৪৩২
১৮ সেপ্টেম্বর, ২০২৫, ৩ আশ্বিন, ১৪৩২

‘হোয়াটসঅ্যাপ’ বন্ধ হচ্ছে যেসব ফোনে

দৃষ্টি ডেস্ক:

গ্রাহকদের তথ্যের নিরাপত্তার স্বার্থে ফের বড় সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ। পয়লা জুন অর্থাৎ রোববার থেকে বেশ কিছু অ্যান্ড্রয়েড এবং আইফোন মডেলে আর কাজ করবে না এই মেসেজিং অ্যাপ। আপনার হ্যান্ডসেটটি এই তালিকায় নেই তো? চলুন দেখে নেওয়া যাক:-

 

প্রথমে সংস্থার পক্ষ থেকে বলা হয়েছিল, মে মাস থেকেই হোয়াটসঅ্যাপ পরিষেবা বন্ধ হয়ে যাবে। কিন্তু তার দিনক্ষণ বদলে জুন থেকে বন্ধ হতে চলেছে পরিষেবা। মেটা জানিয়েছে, iOS 15 এবং তার আগের ভার্সানের ফোন ও অ্যান্ড্রয়েড ৫.০ এবং তার আগের ভার্সানের ফোনগুলিতে আর হোয়াটসঅ্য়াপ ব্যবহার করা যাবে না।

 

 

 

 

 

 

 

কোন কোন মডেলে অকেজো হয়ে পড়বে এই অ্যাপ?

আইফোন ৫এ, আইফোন ৬, আইফোন ৬ প্লাস, আইফোন ৬ এস, আইফোন ৬ এস প্লাস, আইফোন এসই (ফার্স্ট জেন), স্যামসাং গ্যালাক্সি এস৪, স্যামসাং গ্যালাক্সি নোট ৩, সোনি Zperia Z1, এলজি জি২, হাওয়াই এসেন্ড পি৬, মোটো জি (ফার্স্ট জেন), মোটোরোলা Razr HD এবং মোটো ই ২০১৪।

 

 

 

 

 

তবে এই সব হ্যান্ডসেট বদলে ফেলার সময় অবশ্যই দেখে নিন ফোনটি আপ টু ডেট আছে কি না। যদি দেখেন এখনও সফটওয়্যার আপডেটের অপশন রয়েছে, তাহলে iOS 15.1 ও তার পরবর্তী ভার্সান এবং অ্যান্ড্রয়েড ৫.১ ও তার পরবর্তী ভার্সানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে অনায়াসে।

 

 

 

 

 

 

আসলে সফটওয়্য়ার আপডেটের সঙ্গে আপডেট হয় হোয়াটসঅ্যাপও। যাতে এই অ্যাপে আপনার যাবতীয় তথ্য সুরক্ষিত থাকে। তাই আপডেট বন্ধ হলে বন্ধ হবে পরিষেবাও।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়