দৃষ্টি নিউজ:
২১ আগষ্টের গ্রেনেড হামলা মামলার দ্রুত বিচার ও সকল আসামির ফাঁসির দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার(১০ সেপ্টেম্বর) বিকালে গোপালপুর সুতি ভিএম পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গোপালপুর শহর আওয়ামী লীগের আয়োজনে ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির উদ্যোগে ওই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।
https://youtu.be/Vp8ItLcBBCA
গোপালপুর শহর আওয়ামী লীগের সভাপতি এসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র সাহা, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল দর্পণ, টাঙ্গাইল জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি বালা মিয়া, টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট আবদুল গফুর, টাঙ্গাইল জেলা বাস-কোচ মিনিবাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া(বড় মনি), গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যাপক মোমেন চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মুকুল প্রমুখ।
বক্তরা ২১ আগষ্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা মামলার আসামি তারেক রহমান, আব্দুস সালাম পিন্টুসহ সকল আসামির ফাঁসি দাবি করেন।