দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দলীয় মনোনয়ন প্রত্যাশি অ্যাডভোকেট ফরহাদ ইকবাল বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দেশে গণতন্ত্র পুন:প্রতিষ্ঠার এক অনন্য দলিল। বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের দলিলে সবকিছু সুস্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে। এটা বাস্তবায়িত হলে দেশে আর কোন সরকার ফ্যাসিস্ট হয়ে ওঠার সুযোগ পাবেনা। বৃহস্পতিবার(১৮ সেপ্টেম্বর) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার গালা ইউনিয়নের পাছবৈইথর গ্রামে বিএনপি ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে জনগনের সম্পৃক্ততা বাড়াতে অনুষ্ঠিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনগন শান্তি চায়, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন চায়। পিআর পদ্ধতির অলৌকিক চিন্তাধারার নির্বাচন জনগন চায়না। ৩১ দফা দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা। দুর্নীতি দমন, সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব হবে। তারেক রহমানর ৩১ দফা দাবি আমাদের বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের সুফলগুলো জনসাধারণের কাছে পৌঁছে দিতে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
গালা ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান স্বপনের সভাপতিত্বে কর্মীসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জেলা জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম বাবু, ছাত্রদলের সদস্য সচিব এমএ বাতেন প্রমুখ।
এ সময় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।