দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিাত হয়েছে। শনিবার(৫ মে) অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মো. রেজাউর রহমান।
করটিয়া ইউপি চেয়ারম্যান খালেকুজ্জামান মজনু চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ মাজেদুল হক নাঈম, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি এমদাদুল হক এনামূল, ছাত্রলীগ নেতা রতন, খ. হাসান জোহের প্রমুখ।
সভায় মাদক, জঙ্গি, বাল্য বিয়ে সহ নানা বিষয়ে পুলিশ ও কমিউনিটি পুলিশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মাদক ও জঙ্গি নির্মূলে পুলিশ ‘জিরো টলারেন্স’ ঘোষণা করে।