আজ- ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  ভোর ৫:৫১

নাগরপুরে ন্যাশনাল সার্ভিসের চেক বই বিতরণে অনিয়ম

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে ন্যাশনাল সার্ভিস কর্মীদের চেকবই বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ন্যাশনাল সার্ভিসে উপজেলার ছয় শতাধিক কর্মী বিভিন্ন দপ্তরে কর্মরত রয়েছে। তাদের মাসিক ভাতা উত্তোলণের জন্য জনতা ব্যাংক নাগরপুর উপজেলা শাখায় নিজ নিজ নামীয় অ্যাকাউন্ট খোলা হয়।
ন্যাশনাল সার্ভিসে কর্মরত একাধিক কর্মী নাম প্রকাশ না করার শর্তে জানান, সোমবার(২১ মে) জনতা ব্যাংক নাগরপুর শাখায় চেকবই আনতে গেলে ওই শাখার অফিসার মোহন আব্বির আল মামুন চেকবই বিতরণকালে চেকবই বাবদ ১০০ টাকা করে আদায় করে নেয়া হয়।
এ ব্যাপারে জনতা ব্যাংক নাগরপুর শাখার ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, চেকবই বাবদ ১০০ টাকা করে নেয়ার কথা স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা যুবউন্নয়ন অফিসার মো. মাহবুব আলম খান বলেন, জনতা ব্যাংককে ন্যাশনাল সার্ভিসের কর্মীদের চেকবই বাবদ একশত টাকা করে নিয়েছে বলে জানতে পেরেছি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno