দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের নাগরপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার(৩ অক্টোবর) ভোরে উপজেলার গয়হাটা ইউনিয়নের তেহালিয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সরকার বিরোধী লিফলেট ও জেহাদী বই উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, নাগরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য হাবিবুল্লাহ এবং সহবতপুর ইউনিয়ন বিএনপির সদস্য আব্দুল জলিল।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাঈন উদ্দিন জানান, নাশকতার পরিকল্পনার খবর গোপনে পেয়ে পুলিশ বুধবার ভোরে গয়হাটা ইউনিয়নের তেহালিয়া গ্রামে নাগরপুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে রফিকুল এবং বিএনপি ও জামায়াত-শিবিরের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়।