আজ- ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শনিবার  ভোর ৫:৩৭

টাঙ্গাইলে দেবী দুর্গার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের এক হাজার ১১৯০টি মন্ডপে মঙ্গলবার (১৬ অক্টোবর) দেবী দুর্গার মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। মন্ডপগুলো ঝলমলে আলোকসজ্জায় রঙিন হয়ে ওঠেছে। মন্দিরে মন্দিরে শোনা যাচ্ছে উলুধ্বনি, শঙ্খ, কাঁসা ও ঢাকের বাদ্য। সকালে পুজার বিভিন্ন সরঞ্জামে ডালা সাজিয়ে পূজামন্ডপে আসতে থাকেন নানা বয়সী ভক্তরা। অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরণে জগতে সুর শক্তি প্রতিষ্ঠার প্রার্থনা করেন তারা। পঞ্জিকার তিথি অনুযায়ী সকাল ১১টার মধ্যে সপ্তমী পুজা শেষ হয়।

শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে ষোলটি উপাদানে দেবীর পূজা করা হয়। এদিন ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দ্বীপ দিয়ে পূজা করেন ভক্তরা। পূজা উপলক্ষে বিভিন্ন মন্ডপে ভক্তিমূলক সঙ্গীত, আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এদিকে, শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের জন্য প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। মন্ডপগুলোতে সরকারি-বেসরকারি অনুদান দেয়া হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno