আজ- ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১০:২২

কালিহাতী থানার ওসির বিরুদ্ধে লতিফ সিদ্দিকীর এন্তার অভিযোগ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর মোশারফ হোসেনের বিরুদ্ধে নির্বাচনী বিধি লঙ্ঘন, গ্রেপ্তার বাণিজ্য, পোলিং এজেণ্টদের তালিকা সংগ্রহ ও ভয়-ভীতি দেখানোর অভিযোগ ওঠেছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪(কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী আবদুল লতিফ সিদ্দিকী বুধবার(৫ ডিসেম্বর) রাতে মহা-পুলিশ পরিদর্শকের কাছে ই-মেইল ও ফ্যাক্স বার্তায় ওই অভিযোগ করেন।
আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম মেম্বার ও মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী লিখিত অভিযোগে বলেন, কালিহাতী থানার ওসি নির্বাচনী এলাকায় ভয়-ভীতির সঞ্চার করেছেন। বিভিন্ন সময়ে অনেককে ধরে থানায় এনে- উপর মহলের হস্তক্ষেপে ছেড়ে দিয়েছেন। নির্বাচনী প্রচারণা যতই বাড়ছে ওসি তার তৎপরতাও ততই বাড়িয়ে দিচ্ছেন। লিখিত অভিযোগে তিনি আরো বলেন, আমার সমর্থক-নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে শুধু ভয় নয়, কারা আমার এজেণ্ট হবে তাদেরকেই মামলায় ফেলে গ্রেপ্তার করা হবে বলে ওসি হুমকি দিচ্ছেন। এতে নির্বাচনী উৎসবমুখর পরিবেশের বিঘ্ন ঘটছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno