দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুরে ইভটিজিংয়ের বিরুদ্ধে মানববন্ধন করেছে উপজেলা স্কাউট। মঙ্গলবার(১২ ফেব্রুয়ারি) দুপুরে তারাকান্দি-ভূঞাপুর সড়কে উপজেলা পরিষদ গেট সংলগ্ন এলাকায় ওই মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় স্কাউটের সদস্যরা সচেতনতামূলক বিভিন্ন ধরনের প্লে-কার্ড নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্কাউটস লিডার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ, ভূঞাপুর উপজেলা স্কাউটস কমিশনার ও ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহীউদ্দিন, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক আব্দুল হালিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট, কাব স্কাউট ও গার্লস গাইডের সদস্যবৃন্দ।