দৃষ্টি নিউজ:
গিনিজ বুক অব রেকর্ডসে স্থান করে নেয়া বিশ্বের সবচেয়ে উঁচু মিনার ও ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদের দান বাক্সে দর্শনার্থীদের এক মাসে দান করা অর্থ গণনা করে ২০ লাখ ২৩ হাজার টাকার হিসাব পাওয়া গেছে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) মসজিদের দান বাক্সের টাকা গণনা করা হলে এ তথ্য পাওয়া যায়।
মসজিদ কমিটির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন শ’ শ’ দর্শনার্থী ২০১ গম্বুজ মসজিদ দেখতে আসে। এ সময় দর্শনার্থীরা মসজিদ দেখে মুগ্ধ হয়ে দান বাক্সে অনুদান দিয়ে থাকেন। মসজিদ কমিটির পক্ষ থেকে কারো হাতে টাকা দেয়া নিষেধ করায় দান বাক্সেই মসজিদের উন্নয়নকল্পে টাকা দিতে হয়।